কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে একে একে ইনজুরিতে পড়েন ফ্রান্স দলের বেশকিছু খেলোয়াড়। তাদের মধ্যে ছিলেন ২০২২ সালের ব্যালন ডি’অরজয়ী ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ইনজুরিতে পড়ায় তাকে ফেরত পাঠিয়ে দেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম, যা মোটেই ভালো লাগেনি বেনজেমার কাছে।কাতার বিশ্বকাপের আগে ফ্রান্সের দল থেকে ছিটকে যান বেনজেমা, এনকুনকু, কিম্পেম্বে, পগবা, কন্তের মতো খেলোয়াড়রা। পগবা কিছুটা ফিট থাকলেও দেশম জানিয়ে দিয়েছিলেন, পুরোপুরি ফিট না হলে দলে জায়গা মিলবে না। যার কারণে দলের বেশকিছু সেরা খেলোয়াড়দের ছাড়াই দল ঘোষণা করেন দেশম।
কিন্তু ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন করিম বেনজেমা। এরপর ফাইনালে দলের সঙ্গে যোগও দিয়েছেন রিয়াল এই ফরোয়ার্ড। কিন্তু তাকে ফেরত পাঠিয়ে দেয়ার বিষয়তে ক্ষুব্ধ ফরাসি তারকা। এমনটাই উঠে এসেছে স্পেনের একটি সংবাদমাধ্যম লিবার্তাদ ডিজিটালে।কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে একে একে ইনজুরিতে পড়েন ফ্রান্স দলের বেশকিছু খেলোয়াড়। তাদের মধ্যে ছিলেন ২০২২ সালের ব্যালন ডি’অরজয়ী ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ইনজুরিতে পড়ায় তাকে ফেরত পাঠিয়ে দেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম, যা মোটেই ভালো লাগেনি বেনজেমার কাছে।কাতার বিশ্বকাপের আগে ফ্রান্সের দল থেকে ছিটকে যান বেনজেমা, এনকুনকু, কিম্পেম্বে, পগবা, কন্তের মতো খেলোয়াড়রা। পগবা কিছুটা ফিট থাকলেও দেশম জানিয়ে দিয়েছিলেন, পুরোপুরি ফিট না হলে দলে জায়গা মিলবে না। যার কারণে দলের বেশকিছু সেরা খেলোয়াড়দের ছাড়াই দল ঘোষণা করেন দেশম।
কিন্তু ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন করিম বেনজেমা। এরপর ফাইনালে দলের সঙ্গে যোগও দিয়েছেন রিয়াল এই ফরোয়ার্ড। কিন্তু তাকে ফেরত পাঠিয়ে দেয়ার বিষয়তে ক্ষুব্ধ ফরাসি তারকা। এমনটাই উঠে এসেছে স্পেনের একটি সংবাদমাধ্যম লিবার্তাদ ডিজিটালে।